পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে প্রতিবেশীরা রানীর বাড়ি ঘরের মেঝেতে তাঁর গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, নিহত রানীর আপন বলতে কেউ নেই। স্বামীর মৃত্যুর পর তিনি ওই বাড়িতে একাই থাকতেন। গতকাল রাতের কোনো এক সময় নিজ বাড়িতে গলা কেটে তাঁকে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।
Post a Comment